খুলনা | বুধবার | ০২ জুলাই ২০২৫ | ১৮ আষাঢ় ১৪৩২

তালায় জমি নিয়ে বিরোধে হামলায় আহত ২, থানায় মামলা

তালা প্রতিনিধি |
১১:৫৮ পি.এম | ১২ জুন ২০২৫


তালার নাংলা গ্রামে জায়গাজমি সংক্রান্ত পূর্ব শত্র“তার জের ধরে রাশেদ খান মিলন (৩৩) নামে এক ব্যক্তিকে রক্তাক্ত জখম, তার চাচাতো ভাইকে বেধড়ক মারপিট এবং মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগীর পিতা আবুল হোসেন শেখ বাদী হয়ে তালা থানায় এজাহার দায়ের করেছেন। আসামিরা হলেন উপজেলার ইসলাকাটি ইউনিয়নের নাংলা গ্রামের মোসলেম শেখের পুত্র মাহিন শেখ (১৯), আব্দুল মান্নান শেখের দু’পুত্র তৈয়েবুর রহমান কাজল (২০) ও ইদ্রিস হোসেন নয়ন (২২), ইব্রহিম শেখের দু’পুত্র মিঠু শেখ (৪০) ও সোলাইমেন শেখ (৪০) সহ অজ্ঞাত ৭/৮ জন।
এজাহার ও থানা সূত্রে জানা যায়, আসামিদের সাথে দীর্ঘদিন যাবৎ নাংলা গ্রামের আবুল হোসেন শেখের জায়গাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আবুল হোসেন শেখের পুত্র রাশেদ খান মিলন তার বোনের বাড়ি হতে নিজ বাড়ির উদ্দেশ্যে নাংলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌছালে তার আপন চাচাতো ভাই রোকেনুজ্জামানের সাথে দেখা হয়। তাকে সঙ্গে নিয়ে রাশেদ বাড়ির অভিমুখি রওনা হয়ে নাংলার শায়েরের তিন রাস্তার মোড়ে এলে সেখানে ওৎ পেতে থাকা আসামিরা গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করায় দা দিয়ে রাশেদের মাথায় কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। এসময় আসামিরা লোহার রড হাতুড়ি ও তাল কাঠের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এসময় রোকেনুজ্জামান চাচাতো ভাইকে রক্ষা করতে এলে তাকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধের চেষ্টা করে। এছাড়া রাশেদের কাছে থাকা ফোনসহ ঘড়ি ভাংচুর করে। রক্তাক্ত জখম রাশেদ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এঘটনা ভুক্তভোগীর পিতার দায়েরকৃত এজাহার তালা থানায় রেকর্ড হয়েছে। থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান জানান, ভুক্তভোগীর পিতার দায়েরকৃত এজাহার রেকর্ড অন্তে আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত আছে। 

্রিন্ট

আরও সংবদ