খুলনা | বুধবার | ০২ জুলাই ২০২৫ | ১৮ আষাঢ় ১৪৩২

সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে ৯ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৫৯ পি.এম | ১২ জুন ২০২৫


সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে জুয়ার আসর থেকে ৯ জুয়াড়িকে আটক করা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে শহরের পলাশপোল এলাকার জনৈক আজাহার আলী রবির বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় ৩৫ হাজার নগদ টাকা, তাস ও বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়। 
অটকরা হলেন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের মৃত রজিবুল ইসলামের ছেলে তুহিন (৪৫), কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের সামছুদ্দিনের ছেলে অলাউদ্দিন (৬০), সদর উপজেলার গয়েপুর গ্রামের মৃত ইছহাক আলীর ছেলে আতিয়ার রহমান (৬৫), একই উপজেলার  ধুলিহর গ্রামের শাকের আলীর ছেলে আবু তালেব (৫০), সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার সজল হোসেনের ছেলে জামাত আলী (৫৫), পুরাতন সাতক্ষীরা এলাকার দীন মোহাম্মাদ গাজীর ছেলে আবুল কালাম (৫৭), পলাশপোল এলাকার মৃত জি.এম.এ জব্বারের ছেলে আজাহার আলী (৬৭), কামালনগর এলাকার মৃত এলাই বকসের ছেলে নবাব আলী (৬০) ও যশোরের শার্শা থানার বাঁগআচড়া গ্রামের ইনতাজ সরদারের ছেলে মেহের আলী (৫২)। 
পুলিশ জানায়, শহরের পলাশপোল এলাকার জনৈক আজাহার আলী রবির বাড়িতে নিয়মিত জুয়ার আসর বসে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। এসময় রবির বাড়ির নিচতলায় জুয়ার আসর থেকে হাতে-নাতে ৮ জুয়াড়িকে আটক করা হয়। টাকার বিনিময় নিয়মিত জুয়ার আসর বসানোর অভিযোগে বাড়ির মালিক আজাহার আলী রবিকেও গ্রেফতার করে যৌথবাহিনী। এসময় সেখান থেকে নগদ প্রায় ৩৫ হাজার টাকা, তাস ও মোবাইল সেটসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। রাতেই আটককৃতদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় উপ-পরিদর্শক আরিফ বাদি হয়ে জুয়া আইনে একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

 

্রিন্ট

আরও সংবদ