খুলনা | বুধবার | ০২ জুলাই ২০২৫ | ১৮ আষাঢ় ১৪৩২

বটিয়াঘাটায় আমির এজাজ খানের মোটর শোভাযাত্রা হাজার মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক |
১১:৫৯ পি.এম | ১২ জুন ২০২৫


খুলনা জেলা বিএনপি’র সাবেক সভাপতি আমির এজাজ খানের নেতৃত্বে গত ৯ জুন সোমবার বটিয়াঘাটা উপজেলার ৭ টি ইউনিয়নে ঈদ শুভেচ্ছা বিনময় ও মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বেলা ২ টায় বালিয়াডাঙ্গা, ভান্ডারকোট ও আমিরপুর ইউনিয়নের নেতা-কর্মীরা বইনতলা মাঠে এসে জড়ো হতে থাকে। ৩ টা নাগাদ কয়েক শত মোটর সাইকেল জড়ো হয়। পরে বাইনতলা থেকে শোভাযাত্রাটি রূপসা ব্রিজ হয়ে ছাচিবুনিয়া চৌরাস্তায় এলে জলমা, বটিয়াঘাটা সদর, গঙ্গারামপুর ও সুরখালি ইউনিয়ন থেকে আরও শত শত গাড়ি এসে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। বিকাল ৫ টা নাগাদ বটিয়াঘাটা ব্রিজ অতিক্রমকালে সহস্রাধিক মোটরসাইকেল বহরে যুক্ত হয়। বটিয়াঘাটা ব্রিজের আশেপাশে দাঁড়িয়ে থাকা নেতা-কর্মীদের দু’হাত নেড়ে আমির এজাজ খানকে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। তার সফর সঙ্গী হিসেবে বিএনপি’র বর্তমান ও সাবেক নেতা-কর্মীসহ বর্তমান ও সাবেক চেয়ারম্যান মেম্বারদের দেখা যায়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমীর এজাজ খান এই অঞ্চল থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন বলে আাশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন আমি বিগত দিনে এই অঞ্চল দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে প্রায় এক লক্ষ ভোট পেয়েছি। আমি এই অবহেলিত দাকোপ বটিয়াঘাটার মানুষের পাশে বিগত দিনে ছিলাম আগামীতেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান যদি আমাকে সুযোগ করে দেন তাহলে আমি আমার অবহেলিত দাকোপ বটিয়াঘাটার মানুষের মাঝে থাকবো।

 

্রিন্ট

আরও সংবদ