খুলনা | শনিবার | ২৬ জুলাই ২০২৫ | ১১ শ্রাবণ ১৪৩২

আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে পুশকৃত চিংড়ি জব্দ, পুড়িয়ে ধ্বংস

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:৪৭ এ.এম | ১৩ জুন ২০২৫


আশাশুনিতে বাগদা চিংড়িতে অবৈধ পুশ করার অপরাধে ৩০০ কেজি মাছ জব্দ করা হয়েছে। পরে জেলি পুশ করা চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেঃ আসেফ আহসান চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 
জানা গেছে কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের জোহর আলী গাজীর ছেলে মোঃ বাবু গাজী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মোঃ আব্দুল গফুর কারিগরের ছেলে লিটন কারিগর ও ফতেপুর গ্রামের মোস্তফা গাজীর ছেলে সাঈদ হাসান অবৈধভাবে পুশকৃত মাছ খুলনার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে আশাশুনি উপজেলার হাড়িভাঙ্গা মৎস্য সেটের সামনে থেকে মাছগুলো আটক করে সেনাবাহিনী। পরে আশাশুনি সেনা ক্যাম্পে এনে মাছগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

্রিন্ট

আরও সংবদ