খুলনা | শনিবার | ১৯ জুলাই ২০২৫ | ৪ শ্রাবণ ১৪৩২

টানা ১০ দিন ছুটি শেষে অফিস খুলছে আজ

খবর প্রতিবেদন |
০১:৫৪ এ.এম | ১৫ জুন ২০২৫


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা ১০ দিন ছুটির পর আজ রোববার খুলছে সরকারি অফিস। ৫ জুন শুরু হয়েছিল এই ছুটি। ছুটির শেষ দিন আজ শনিবারও অনেক মানুষ গ্রাম থেকে কর্ম এলাকায় ফিরছেন। দেশে এখন সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন প্রায় ১৫ লাখ।
এবার প্রথমে ঘোষণা ছিল ৫ জুন থেকে ১০ জুন পর্যন্ত পবিত্র ঈদুল আযহার ছুটি হবে। পরে অন্তর্বর্তী সরকার এই ছুটি ১০ দিন করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৫ জুন থেকে শনিবার পর্যন্ত ছুটি দেওয়া হয়। অবশ্য ঈদের ছুটি শুরুর আগে ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা রাখা হয়। প্রসঙ্গত, গত পবিত্র ঈদুল ফিতরে সরকারি ছুটি ছিল ৯ দিন।
 

্রিন্ট

আরও সংবদ