খুলনা | মঙ্গলবার | ০৮ জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২

মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

মোল্লাহাট প্রতিনিধি |
১২:১৯ এ.এম | ১৬ জুন ২০২৫


বাগেরহাটের মোল্লাহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জালাল উদ্দিন জালু (৬১) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার দেড় বোয়ালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের রহিমা ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান মহাসড়কে দ্রুতগামী একটি মোটরসাইকেল একটি ভ্যান গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক জালাল উদ্দিন জালু রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মোটরসাইকেলসহ আরোহী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত জালাল উদ্দিন জালুর বাড়ি মোল­াহাট উপজেলার কামার গ্রামে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

্রিন্ট

আরও সংবদ