খুলনা | শুক্রবার | ১৮ জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২

ইরান-ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বাড়ছে হতাহতের সংখ্যা

খবর প্রতিবেদন |
০১:৪৬ এ.এম | ১৬ জুন ২০২৫


টানা কয়েকদিন ধরে ইরান-ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। টানা তৃতীয় দিনের মতো ইসরায়েলের বিভিন্ন শহরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এরই মধ্যে শুক্রবার ইসরায়েল ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালায়, যার লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কেন্দ্র ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। এর পাল্টা জবাবে ইরানও হামলা শুরু করে, যা ইসরায়েলজুড়ে জরুরি অবস্থা সৃষ্টি করে। বোমা হামলার সাইরেন বেজে ওঠে, সাধারণ মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়।
সিএনএন জানিয়েছে, ইরান গত শুক্রবার থেকে ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। সেই হামলায় এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছে বলে রোববার নিশ্চিত করেছে ইসরায়েল সরকার।
ইসরায়েলের কেন্দ্রস্থলের শহর বাত ইয়ামে একটি আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসস্তূপ থেকে আরও এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই হামলায় কমপক্ষে ৭ জন নিহত হন বলে জানিয়েছেন জরুরি পরিষেবা ও সরকারি কর্মকর্তারা।
রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এমন পরিস্থিতিতে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
ইরানি হামলার হালনাগাদ তথ্যে ইসরায়েল বলেছে, এক ঘণ্টায় ইসরায়েল লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তবে এসব ক্ষেপণাস্ত্রের বেশির ভাগই ভূপাতিত করার দাবি জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার করে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের বেশির ভাগই প্রতিহত করা হয়েছে।
অপরদিকে ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ১২৮ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ৯০০ জন। ইরানে শনিবার দুপুর পর্যন্ত ইসরায়েলি হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে ইরানি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। তবে ইরানের কিছু সংস্থা ও সংবাদমাধ্যম ইসরায়েলি হামলায় হতাহতের বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইরানের গণমাধ্যমের তথ্য সঠিকভাবে নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, হামলা না থামালে ইসরাইলকে ‘আরও কঠোর জবাব’ দেওয়া হবে। ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি একথা বলেন।
ইসরাইল হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট। এক্ষেত্রে ইসলামী দেশগুলোকে ‘দৃঢ় অবস্থান’ নেওয়ার আহŸান জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ান।
টেলিফোনে আলাপকালে তিনি এটাও উলে­খ করেছেন, ইরান কোনো সংঘাত শুরু করেনি, বরং ‘দৃঢ়তার সঙ্গে’ ইসরাইলি হামলার জবাব দিয়েছে।
এরআগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও ইসরাইল চলমান সংঘাত বন্ধে ‘একটি চুক্তিতে পৌঁছাবে’। সংঘাত বন্ধ করতে অনেক ফোনকল ও  বৈঠক এখন চলছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সকালে ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ‘ইরান ও ইসরাইলের একটি চুক্তিতে পৌঁছানো উচিত। দুই দেশে চুক্তিতে পৌঁছাবে, যেমনটা আমি ভারত ও পাকিস্তানের মধ্যে করিয়ে ছিলাম।’
এর আগে, শনিবার রাতভর পাল্টা-পাল্টি হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েল ও ইরান। এতে উভয় দেশেই বহু মানুষ হতাহত হয়েছেন। গত তিন দিন ধরে ইসরায়েল ও ইরানের মাঝে হামলা-পাল্টা হামলা চলছে। শুক্রবার ইরানে ইসরায়েলের হামলার মাধ্যমে এই সংঘাতে শুরু হয়।
 

্রিন্ট

আরও সংবদ