খুলনা | বুধবার | ০২ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২

পাইকগাছায় সাবেক ইউপি সদস্য স্বপন হত্যা মামলায় গ্রেফতার ২

পাইকগাছা প্রতিনিধি |
১১:১৯ পি.এম | ১৬ জুন ২০২৫


দীর্ঘ ৯ মাস পর পাইকগাছার দেলুটি ইউনিয়নের সাবেক সদস্য স্বপন বিশ্বাস হত্যা মামলায় আইন-শৃঙ্খলা বাহিনী দু’জনকে গ্রেফতার করেছে। রোববার সকালে থানার ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমানের নেতৃত্বে অভিযানে গ্রেফতার হয় দেলুটি থেকে স্থানীয় শাহাবুদ্দীন সরদারের ছেলে সিপার সরদার (৩৫) ও আব্দুল মোমিন গাজীর ছেলে রবিউল ইসলাম (৪৪)। 
মামলার তদন্ত কর্মকর্তা থানার সেকেন্ড অফিসার এস আই বাবলা বলেন, সন্ধিগ্ধ দু’আসামীকে জিজ্ঞাসাবাদ করতে ৭ দিনের রিমান্ড আবেদন করে সোমবার সকালে পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। উলে­খ্য ২০২৪ সালের ৯ আগস্ট ভোরে দেলুটির সাবেক ইউপি সদস্য স্বপন কুমার বিশ্বাস (৬৪) এর বসতবাড়ি সংলগ্ন নদীর চর থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। এ ঘটনায় তার মেয়ে তমা বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা করেন।

 

্রিন্ট

আরও সংবদ