খুলনা | বুধবার | ০২ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার : প্রতিবাদে রূপসায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

রূপসা প্রতিনিধি |
১১:২০ পি.এম | ১৬ জুন ২০২৫


রূপসায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা স ম হাসিবুর রহমান। গতকাল সোমবার বিকালে রূপসা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
সংবাদ সম্মেলনে তিনি বলেন গত কয়েকদিন পূর্বে রূপসা উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির এবং আমিসহ ঘাটভোগ ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দের নামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। একটি মহল আমাদের সুনাম নষ্ট করার জন্য উক্ত সংবাদ পরিবেশন করেছে। তিনি জানান বিগত ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আনন্দনগর গ্রামের নূর ইসলাম লস্করের পুত্র উপজেলা জাসাস নেতা শাহাজালাল লস্কর এলাকায় ব্যাপক চাঁদাবাজি, দখলবাজি এবং মারপিটের সাথে জড়িয়ে পড়ে। এমনকি তার হাত থেকে চাঁদার দাবিতে রেহাই পায়নি ঘাটভোগ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু। চেয়ারম্যানের নিকট চাঁদা চেয়ে তা না পেয়ে ইউনিয়ন পরিষদে তাকে বেধড়ক মারপিট করে উক্ত শাহাজালাল লস্কর। এ কারণে তাকে দল থেকে তাকে বহিস্কার করা হয়। শাহাজালাল লস্কর পদচ্যুৎ হয়েও তার কর্মকান্ড চলমান রাখে। সর্বশেষ স¤প্রতি ঈদুল আযহার আগের দিন ৬ জুন বিকালে উক্ত শাহাজালাল আমার নিকট (স.ম হাসিবুর রহমান) ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। উক্ত টাকা দিতে অপারগতা প্রকাশ করায় মোবাইলে আমাকে জীবননাশের হুমকি দেয়। এ বিষয়ে রূপসা থানায় একটি জিডিও করা হয়েছে বলে তিনি জানান। 
হাসিবুর রহমান দাবি করেন চাঁদার টাকা না পেয়ে বহিস্কৃত শাহাজালাল আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে। তিনি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির, বিএনপি নেতা খায়রুল ইসলাম খোকনসহ ঘাটভোগ ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ।

 

্রিন্ট

আরও সংবদ