খুলনা | মঙ্গলবার | ০১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২

সোনালী ব্যাংক ফুলতলা শাখার নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ফুলতলা প্রতিনিধি |
১১:২৪ পি.এম | ১৬ জুন ২০২৫


সোনালী ব্যাংক পিএলসি ফুলতলা শাখার নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন হয়েছে। সোমবার সকাল ৯টায় ব্যাংক কার্যালয়ে শাখা ব্যবস্থাপক ফাতিমা ফারহানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসির খুলনা জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম মোল­া। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, এজিএম মোঃ ইসারত হোসেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ জিয়াউল হক। শাখা প্রিন্সিপাল অফিসার মহাদেব দেবনাথের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএডিসি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, প্রেসক্লাব ফুলতলার সভাপতি তাপস কুমার বিশ্বাস, সহ-সভাপতি সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব ফুলতলার সভাপতি শামসুল আলম খোকন, সাধারণ সম্পাদক সিনিয়র প্রভাষক মাজহারুল ইসলাম, উদ্যোক্তা তারমীন আক্তার, বীর মুক্তিযোদ্ধা মোনজেল সরদার, সহকারী অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন, সহকারী শিক্ষক সানোয়ার হোসেন মোড়ল, মোঃ মুরাদুল ইসলাম, সিনিয়র ব্যাংক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, সুমন কুমার নাগ, শ্রাবণী অধিকারী, অনন্যা সাহা, উম্মে হাবিবা আফিয়া, ব্যবসায়ী হাবিবুর রহমান জমাদ্দার, পারভেজ কাশেম, খোরশেদ আলম, শহিদুল ইসলাম, মোঃ আফছার গাজী প্রমুখ।

 

্রিন্ট

আরও সংবদ