খুলনা | মঙ্গলবার | ০১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২

আইন-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত

সাতক্ষীরায় প্রত্যেক ইউনিয়নে একটি করে আদর্শ গ্রাম প্রতিষ্ঠা করা হবে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:২৫ পি.এম | ১৬ জুন ২০২৫


সাতক্ষীরার জেলার ৭৮টি ইউনিয়নে একটি করে আদর্শ গ্রাম প্রতিষ্ঠা, জেলায় মাদক ও অনলাইন গেমিংয়ে আসক্তি প্রতিরোধ, এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তাদেরকে দ্রুত গ্রেফতার এবং বিশ্বব্যাপী করোনা সংক্রমণ আবার বৃদ্ধি পাওয়ায় সতর্কতা অবলম্বনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা প্রশাসক মোস্তাক আহমেদ-এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার মেজর ইফতেখার আহমেদ, বিজিবি ৩৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ক্যাপ্টেন শাদমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশাররাফ হোসেন মশু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, জেলা বিএনপি’র আহবায়ক রহমতুল­াহ পলাশ, যুগ্ম-আহবায়ক তাজকিন আহমেদ চিশতী, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামাতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান প্রমুখ।
সভায় করোনার লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ গ্রহণ, জেলার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো আধুনিকায়ন, অবৈধভাবে পরিচালিত হাসপাতাল ও ক্লিনিকগুলো বন্ধের উদ্যোগ গ্রহণ, জেলায় অ্যানেসথেসিয়া চিকিৎসক সংকট দূরীকরণে পদক্ষেপ গ্রহণ, জেলার স্বাস্থ্যসেবা ব্যপস্থাপনাকে আধুনিকায়ন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, সরকারি ঔষধ বিতরণে তদারকি, সরকারি ঔষধ কোনভাবে যেন চুরি করে কেউ বিক্রি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা, প্রচন্ড গরমে যাতে বিদ্যুতের লোডশেডিং কম হয় সেটার দিকে গুরুত্ব দেওয়া, পৌর শহরে যানজট নিরসনে দায়িত্ব পালনরত ট্রাফিকদের জন্য গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্টে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ, প্রাণসায়ের খালকে গতিশীল রাখতে এবং আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে খালের উপর নির্মিত গুরুত্বপূর্ণ তিনটি সেতুকে পুনরায় উঁচু ও প্রসারিত করতে পয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, শহরের যানজট নিরসনে জেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ডকে জিরোপয়েন্টে স্থানান্তরিত করা, ফিটনেসবিহীন যানবাহন চলাচলে কঠোর পদক্ষেপ গ্রহণ, লাইসেন্স বিহীন ইজিবাইক শহরের মধ্যে ঢুকতে না দেওয়া, বিআরটিএ কর্তৃক পরিবহন ভাড়া নির্ধারণ করা, অবৈধভাবে দখলকৃত জমি ও স্থাপনা উচ্ছেদ করা, আসন্ন বর্ষা মৌসুমে ভেড়িবাঁধ এলাকায় মৎস্য ঘের বন্ধ, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, পৌর শহরের রাস্তার সংস্কার কাজ দ্রুত শেষ করা, সাতক্ষীরা-শ্যামনগর সড়ক নতুনভাবে নির্মাণের কার্যক্রম দ্রুত শুরু করার তাগিদ দেওয়াসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় আরো বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরাফাত হোসেন, এনএসআইয়ের উপ-পরিচালক আসাদুল হক পারভেজ, ডিজিএফআইয়ের উপ-পরিচালক রেজাউল হক চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিনিয়র উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রতিনিধি ডাঃ কল্যানাশীষ সরদার, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক মৃনাল কান্তি রায়, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর, বিদ্যুৎ সরবরাহ অফিসের নির্বাহী প্রকৌশলী মোঃ সোয়াইব হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি প্রমুখ।
এছাড়া জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত ছিলেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মেহেদী হাসান, জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণু পদ বিশ্বাস, জেলার সাত উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রোগ্রাম অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, নৌপুলিশ, কোস্ট গার্ড, আনসার ব্যাটালিয়ন, জেলা বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পৌল সাহাসহ জেলার সকল সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

্রিন্ট

আরও সংবদ