খুলনা | মঙ্গলবার | ০১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২

নাগরিক ফোরামের সাধারণ সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:১২ এ.এম | ১৭ জুন ২০২৫


নাগরিক ফোরাম খুলনার সাধারণ সভা সোমবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির আহŸায়ক রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তৃতা করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ ও দিকনির্দেশনামূলক বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির।  সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন নাগরিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এসএম ইকবাল হাসান। 
বক্তৃতা করেন মোঃ সাবির খান, সৈয়দ আলী হাফিজ, সৈয়দ নওসাদুজ্জামান পল্টু, বাবলু হাওলাদার, বিথী বিশ^াস, বনানী সুলতানা ঝুমু, ইরিনা আক্তার, মশিউর রহমান খোকন, ডাঃ ইকবাল হোসেন, শাকিল আহমেদ, মহামায়া রায় প্রমুখ।
সাধারণ সভায় বক্তাগণ বলেন, নাগরিক ফোরাম তার জন্মলগ্ন থেকেই খুলনা মহানগরে বসবাসরত নাগরিকদের নাগরিক সুবিধা আদায়ের লক্ষ্যে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। আগামীদিনেও নাগরিক ফোরাম তাদের কর্মকান্ড আরো বেগবান করার লক্ষ্যে ৩১ টি ওয়ার্ড কমিটি একযোগে কাজ করবে। সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে-সদস্য ফরম জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জুলাই ২০২৫,সকল ওয়ার্ডের নির্বাচন আগামী ০১ আগষ্ট থেকে ৩১ আগষ্টের মধ্যে হতে হবে, কেন্দ্রীয় কমিটি ওয়ার্ডের নির্বাচিত সদস্যদের মাধ্যমে গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলনের মাধ্যমে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে। সভার শেষ পর্বে ৩১টি ওয়াডের্র নেতৃবৃন্দের মধ্যে ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠনের লক্ষ্যে সদস্য ফরম বিতরণ করা হয়।

 

্রিন্ট

আরও সংবদ