খুলনা | মঙ্গলবার | ০১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২

নগরীতে টিডিপি সদস্য ও সদস্যাদের মৌলিক প্রশিক্ষণ শুরু

খবর বিজ্ঞপ্তি |
১২:১৪ এ.এম | ১৭ জুন ২০২৫


নগরীর ১৩নং ওয়ার্ডে খুলনা নিউজপ্রিন্ট মিল স্কুল এন্ড কলেজে সোমবার সকাল ১০ ঘটিকায় ৬৪ জন টিডিপি সদস্য ও সদস্যাদের ১০ দিনব্যাপী শহর ভিত্তিক মৌলিক প্রশিক্ষণের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি খুলনার জেলা কমান্ড্যান্ট মোঃ মিনহাজ আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আনসার ও ভিডিপি কর্মকর্তা সালমা খাতুন। 
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য প্রধান অতিথি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাওয়া তরুণদের শক্তিকে কিভাবে সামাজিক শক্তি হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ভূমিকা রাখা যায় তা এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ও লক্ষ্য। এজন্য আনসার ও ভিডিপি সদস্যদের নিরলস ভাবে কাজ করতে হবে। সন্ত্রাস দমন, বাল্যবিবাহ রোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন, আর্থ সামাজিক উন্নয়নসহ প্রশিক্ষণলব্দ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের এবং দেশের উন্নয়ন ঘটানোর জন্য সকলের প্রতি আহŸান জানান। 
তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ উপকৃত হবেন এবং দেশও উপকৃত হবে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষকগণ। 

্রিন্ট

আরও সংবদ