খুলনা | মঙ্গলবার | ০১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২

খুবির দুই কর্মকর্তাকে চিকিৎসায় আর্থিক সহযোগিতা প্রদান

খবর বিজ্ঞপ্তি |
১২:১৫ এ.এম | ১৭ জুন ২০২৫


দুরারোগ্য রোগে আক্রান্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের কর্মরত উপ-রেজিস্ট্রার মোঃ সিরাজুল ইসলাম এবং অর্থ ও হিসাব বিভাগের সহকারী পরিচালক ফকির মোঃ বিল­ালের স্ত্রীর চিকিৎসার জন্য খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম দুই কর্মকর্তার পরিবারের নিকট নগদ অর্থ তুলে দেন। 
এ সময় উপাচার্য বলেন, সহকর্মীদের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এমন মানবিক উদ্যোগ একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও দায়িত্ববোধকে দৃঢ় করে। খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার সবসময় তার সদস্যদের পাশে থাকবে-এই চেতনায়ই আমরা এগিয়ে যেতে চাই।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোঃ পারভেজ। আরও উপস্থিত ছিলেন অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আবদুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

্রিন্ট

আরও সংবদ