খুলনা | মঙ্গলবার | ০৮ জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২

বিশাল সংগ্রহ নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |
০৬:৪২ পি.এম | ১৮ জুন ২০২৫


গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় দিন শেষে টাইগারদের দলীয় সংগ্রহ দাঁড়িয়েছে ৯ উইকেটে ৪৮৪ রানে। নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের সেঞ্চুরি পেরোনো বড় দুই ইনিংস আর লিটনের ৯০ রানের ইনিংসের সুবাদে বড় এই সংগ্রহের দেখা পেয়েছে সফরকারীরা। আলোকস্বল্পতার কারণে আজ দ্বিতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ প্রথম দিনের খেলা শেষ করেছিল ৩ উইকেটে ২৯২ রান নিয়ে। অপরাজিত থাকা দুই ব্যাটার শান্ত ও মুশফিক আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। দিনের শুরুতেই আউট হন শান্ত। ১৪৮ রান সাজঘরে ফিরেন তিনি। তবে শান্ত ফিরলেও দলের হাল ধরেছিলেন মুশফিক।

মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই ব্যাটার আজ দেড়শ রান পেরিয়ে ছিলেন দ্বিশতক ছোঁয়ার দৌড়ে। তবে তা হয়নি। মুশফিক আউট হন ৩৫০ বলে ১৬৩ রান করে।

শান্তর সঙ্গে ২৬৪ রানের বিশাল জুটি গড়েছিলেন মুশফিক। শান্ত আউট হওয়ার পর লিটনের সঙ্গেও দুর্দান্ত ছন্দে ব্যাট করেছেন মিস্টার ডিপেন্ডেবল। এ দুজন মিলে গড়েছিলেন ১৪৯ রানের জুটি। তবে বৃষ্টির পর আবার খেলা শুরু হলে, দলীয় ৪৫৮ রানের সময় আসিথা ফার্নান্দোর বলে আউট হন মুশফিক।

এদিকে লিটন দাস ছিলেন সেঞ্চুরি ছোঁয়ার দ্বারপ্রান্তে। তবে মুশফিক ফেরার পরই আউট হন তিনিও। লিটন আউট হলেন ব্যক্তিগত ৯০ রানে। লিটন ফেরার পর দ্রুত উইকেট হারায় বাংলাদেশ।

জাকের আলী, তাইজুল ইসলামরা দ্রুত আউট হলে বাংলাদেশ দিন শেষ করে ৯ উইকেটে ৪৮৪ রানের সংগ্রহ নিয়ে। ক্রিজে অপরাজিত আছেন নাহিদ রানা ও হাসান মাহমুদ। 

্রিন্ট

আরও সংবদ