খুলনা | মঙ্গলবার | ০৮ জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২

হোয়াইট হাউসে বৈঠকের আহ্বান নিয়ে ট্রাম্পের দাবি অস্বীকার ইরানের

হোয়াইট হাউজের ‘পা চাটবে না’ ইরান

খবর প্রতিবেদন |
১১:১৮ পি.এম | ১৮ জুন ২০২৫


ইরানি কর্মকর্তারা হোয়াইট হাউসে বৈঠকের জন্য অনুরোধ করেছিলেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অস্বীকার করেছে ইরান।

বুধবার (১৮ জুন) এক এক্স বার্তায় জাতিসংঘে ইরানের কূটনৈতিক মিশন বলেছে, ‘কোনো ইরানি কর্মকর্তাকে পা চাটার জন্য হোয়াইট হাউসের দরজায় বসে থাকতে বলা হয়নি। তার (ট্রাম্পের) মিথ্যার চেয়েও ঘৃণ্য জিনিস হলো ইরানের সর্বোচ্চ নেতাকে 'উৎখাতের' বিষয়ে তার কাপুরুষোচিত হুমকি।’

পোস্টে আরও বলা হয়েছে,  ইরান ‘জোর করে চাপিয়ে দেওয়া’ আলোচনায় অংশ নেবে না, যেকোনো হুমকির জবাব পাল্টা হুমকি দেবে এবং যেকোনো পদক্ষেপের জবাবে পাল্টা ব্যবস্থাও নেবে।

এরআগে বুধবার হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের কাছে ট্রাম্প দাবি করেছেন, ইরানি কর্মকর্তারা আলোচনার জন্য তার সঙ্গে যোগাযোগ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি আপনাকে এটা বলতে পারি, ইরান অনেক সমস্যায় পড়েছে। তারা আলোচনা করতে চায়। আমি তাদের বলেছি, কেন তারা এত মৃত্যু এবং ধ্বংসের আগে আমার সঙ্গে আলোচনা করেননি। এখন এবং এক সপ্তাহ আগের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।’  তবে ইরানের পক্ষ থেকে কী ধরনের যোগাযোগ করা হয়েছে সেবিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।  

এছাড়াও সম্প্রতি  ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আছেন, কিন্তু ‘আপাতত’ তার ক্ষতি করতে চায় না।
সূত্র: বিবিসি, আলজাজিরা

্রিন্ট

আরও সংবদ