খুলনা | শনিবার | ১৯ জুলাই ২০২৫ | ৪ শ্রাবণ ১৪৩২

খালিশপুর স্যাটেলাইট টাউন স্কুলের সুবর্ণ জয়ন্তীতে বকুল

নতুন কারিকুলামের নামের পতিত সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে

খবর বিজ্ঞপ্তি |
০২:২৪ এ.এম | ২১ জুন ২০২৫


বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের কান্ডারী রকিবুল ইসলাম বকুল বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। শিক্ষক-শিক্ষার্থীরা এখন ক্লাসে যায় না। পতিত ফ্যাসিস্ট আ’লীগ সরকার বিগত ১৬ বছরে এ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। নতুন নতুন কারিকুলামের নামে প্রতি বছর শিক্ষাক্রম পরিবর্তন, অযোগ্য ও অথর্ব ব্যক্তিদের দায়িত্বশীল পদে প্রতিষ্ঠা করাসহ গোটা শিক্ষা ব্যবস্থাই ছিল লুটপাটের স্বর্গক্ষেত্র। আর সীমাহীন লুটপাটের মাধ্যমে আমাদের সন্তানদের গিনিপিক হিসেবে ব্যবহার করা হয়েছে। মেধা বিকাশের ক্ষেত্রগুলো সংকুচিত করা হয়েছে। ফলে সার্টিফিকেটধারী প্রজন্ম গড়ে উঠলে শিক্ষিত প্রজন্ম গড়ে উঠেনি।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নগরীর খালিশপুর স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তির সূবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের অংশ খালিশপুর স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি স্বমহিমায় পঞ্চাশটি বছর পার করেছে। সুবর্ণ জয়ন্তীতে অতীত-বর্তমানের শিক্ষক-ছাত্র-ছাত্রীদের পদচারণা ও তাদের স্মৃতি রোমন্থনে আজ বিদ্যালয়টিতে এক অভূতপূর্ব পরিবেশ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই আজ সমাজে সুপ্রতিষ্ঠিত।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেন, শিক্ষকরাই পারে সঠিক শিক্ষা প্রদানের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চাই।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, গত ১৬ বছরের পতিত মাফিয়া সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। শিক্ষক আছে, ভবন আছে কিন্তু শিক্ষা নেই, শিক্ষা ছিল না। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। নতুন বাংলাদেশ গড়ার মাস্টারমাইন্ড তারেক রহমানের নেতৃত্বে এদেশ হবে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত বাংলাদেশ। যেখানে সুশিক্ষায় শিক্ষিত একটি জাতি থাকবে।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ শহিদুল ইসলামের সভাপত্বি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নাসরিন জাহান, বিএনপি নেতা জিয়াউর রহমান পাপুল, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, বিপ্লবুর রহমান কুদ্দুস, এস আরিফুর রহমান শিমুল, নাজমুল হক খাঁ ও এস এম রাশেদুল হাসান কচি প্রমুখ। এরআগে সকালে বর্ণাঢ্য র‌্যালি এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খালিশপুর অঞ্চলের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকদের উত্তোরীয় পড়িয়ে দেন প্রধান অতিথি।
 

্রিন্ট

আরও সংবদ