খুলনা | বৃহস্পতিবার | ১৭ জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২

আ’লীগ আমলে বর্তমান এ্যাটর্নি জেনারেলের পিঠে ধরেছিলেন পিস্তল

শৈলকুপায় প্রশাসক ও সচিবকে হুমকি দিলেন বরখাস্তকৃত আওয়ামী চেয়ারম্যান

ঝিনাইদহ প্রতিনিধি |
১২:৩০ এ.এম | ২৩ জুন ২০২৫


ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমাজসেবা অফিসার শরিফ উদ্দিন ও ইউপি সচিব আশরাফুল আলমকে দেখে নেওয়ার হুমকী দিয়েছেন বরখাস্তকৃত এক চেয়ারম্যান। রোববার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদে দলবল নিয়ে প্রবেশ করে এই হুমকি দেন। বরখাস্তকৃত ওই চেয়ারম্যানের নাম সালাহউদ্দিন জোয়ারদার মামুন। তিনি কাঁচেরকোল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। এর আগে আ’লীগ আমলে তিনি তৎকালীন বিএনপি নেতা ধানের শীষের প্রার্থী বর্তমান এ্যাটর্নি জেনারেল এড. আসাদুজ্জামানের  পিঠে পিস্তল ধরেছিলেন।
ইউনিয়ন পরিষদের সচিব আশরাফুল আলম জানান বরখাস্তকৃত চেয়ারম্যান সালাহউদ্দিন জোয়ারদার মামুনের নাকি দুইটি ঠিকাদারী বিল পাওনা আছে। সেই বিলের জন্য তিনি রোববার অফিসে এসে হুমকী দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
সচিব আশরাফুল আলম আরো জানান, এই বিল সম্পর্কে তিনি মোটেও জানেন না। তিনি নতুন যোগদান করেছেন। কিন্তু বরখাস্তকৃত ওই চেয়ারম্যান অফিসে প্রবেশ করে তাকে এবং প্রশাসক স্যারকে হুমকি দেন।
এ বিষয়ে কাঁচেরকোল ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমাজসেবা অফিসার শরিফ উদ্দীন জানান, মামুন চেয়ারম্যান নাকি ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তার কাজ কোটেশনের মাধ্যমে করেছিলেন। সেই বিলের জন্য তিনি অফিসে এসে হুমকি-ধামকি দেন। প্রশাসক আরো জানান, এই কাজ বাস্তবায়ন কমিটিতে শহিদুল ইসলাম ও সাহেব আলী নামে দুই ইউপি সদস্য আছেন। কিন্তু তারা বিলে স্বাক্ষর প্রদান না করায় ঠিকাদারী কাজের বিল প্রদান সম্ভব হচ্ছে না।
এদিকে বিএনপি’র একটি সূত্র জানায়, সালাহউদ্দিন জোয়ারদার মামুন আওয়ামী লীগের শাসন আমলে বিএনপি’র ধানের শীষের প্রার্থী এড. আসাদুজ্জামানের (বর্তমান এ্যাটর্নি জেনারেল) ওপর হামলা করেছিলেন এবং তার পিঠে পিস্তল ধরেছিলেন। সেই কারণে এই বিল নিয়ে বিপত্তি দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সালাহউদ্দিন জোয়ারদার মামুন জানান, তিনি কাউকে হুমকি বা গালিগালাজ করেননি। স্বাভাবিকভাবে তার পাওনা টাকার বিষয়ে খোঁজখবর নিতে ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন।
 

্রিন্ট

আরও সংবদ