খুলনা | মঙ্গলবার | ০১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে

বাগেরহাটে অনূর্ধ্ব-১৫ সাঁতার ও এ্যাথলেটিক্স প্রশিক্ষণ সমাপ্ত

ক্রীড়া প্রতিবেদক |
১২:০০ এ.এম | ২৬ জুন ২০২৫


বাগেরহাট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার ও এ্যাথলেটিক্স প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাগেরহাটের জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ সভাপতিত্ব করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিনুর রহমান। 
এর আগে গত ২৩ এপ্রিল সাঁতার ও এ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন হয়।  বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬ জন শিক্ষার্থী সাঁতার এবং ৪২ জন শিক্ষার্থী এ্যাথলেটিক্স প্রশিক্ষণে অংশ নেয়। সমাপনী অনুষ্ঠান স্বাগত বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ বলেন  এ প্রশিক্ষণের মাধ্যমে আমরা বাগেরহাটের তৃণমূল হতে প্রতিভা বের করে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে চাই।  ইতোমধ্যে আমাদের বেশকিছু সাঁতারু খুলনা ট্যালেন্ট হান্টে ইয়েস কার্ড পেয়েছে। জুনিয়র এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সাফল্যের সাথে অংশ নিয়েছে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মকে ডিভাইস আসক্তি হতে ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই। সাঁতার প্রশিক্ষণে কোচের দায়িত্ব পালন করেন জাতীয় কোচ যতীন্দ্রনাথ বিশ্বাস এবং এ্যাথলেটিক্স প্রশিক্ষণে কোচের দায়িত্ব পালন করেন সাবেক জাতীয় পর্যায়ে স্বর্ণ পদকপ্রাপ্ত এ্যাথলেট মঞ্জুর মোর্শেদ।

্রিন্ট

আরও সংবদ