খুলনা | বৃহস্পতিবার | ১০ জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২

খুবিতে ট্রান্সফরমিং আর্ট এডুকেশন শীর্ষক সেমিনার ও কর্মশালা

শিল্পশিক্ষায় টেকনোলজি ও মাল্টিডিসিপ্লিনারি জ্ঞানের সংযোজন জরুরি : উপ-উপাচার্য

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৬ এ.এম | ২৬ জুন ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের উদ্যোগে ‘ট্রান্সফরমিং আর্ট এডুকেশন: কারিকুলার ইন্টেগ্রেশন অব মাল্টিডিসিপ্লিনারিটি এন্ড টেকনোলজি’ শীর্ষক এক সেমিনার ও কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। 
তিনি বলেন, গত কয়েক দশকে বিশ্ব জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক এগিয়েছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের শিক্ষাব্যবস্থাকেও আধুনিক ও যুগোপযোগী করতে হবে। উন্নত বিশ্ব ইতোমধ্যে টেকনোলজি ও মাল্টিডিসিপ্লিনারি জ্ঞানের সমন্বয়ে যুগোপযোগী কারিকুলা প্রণয়ন করেছে। বাংলাদেশকেও সে পথেই এগোতে হবে।
তিনি আরও বলেন, শিল্প শুধু নান্দনিকতার চর্চা নয়, এটি এখন নীতি-প্রণয়ন, ডিজিটাল মাধ্যম, টেকনোলজি ও গবেষণাভিত্তিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই শিল্পশিক্ষার নতুন ধারা তৈরি করতে হলে এর পাঠক্রমে টেকনোলজি ও মাল্টিডিসিপ্লিনারি জ্ঞান অন্তর্ভুক্ত করা জরুরি। কারণ, দেশ ও জাতির উন্নয়নের জন্য বিজ্ঞানের সাথে শিল্প-সাহিত্যেরও উন্নতি করা প্রয়োজন।
চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম এর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তৃতা করেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শাপলা সিংহ ও ভাস্কর্য ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক রওনক হাসান।   
সেমিনারের পর সংশ্লিষ্ট বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. এটিএম মাসুদ রেজা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মোঃ সোহরাব জাহান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক গাজী মোঃ জহিরুল ইসলাম।
এ সেমিনার ও কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলভুক্ত ডিসিপ্লিন সমূহের প্রধানবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

্রিন্ট

আরও সংবদ