খুলনা | মঙ্গলবার | ০১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২

যুব কাবাডি চ্যাম্পিয়নশীপে দিঘলিয়ার চমক

ক্রীড়া প্রতিবেদক |
১২:৪৬ এ.এম | ২৭ জুন ২০২৫


বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) আয়োজিত ৩য় বিকেএসপি কাপ (অনূর্ধ্ব ১৯) যুব কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৫ এ দিঘলিয়া উপজেলা দল প্রথমবারের মতো অংশগ্রহণ করে চমক সৃষ্টি করেছে। জেলা এবং বিভাগীয় পর্যায়ে ১০টি দল এ চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করে।
বুধবার বরিশাল বিকেএসপি মাঠে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশীপে বিকেএসপি এবং দিঘলিয়া উপজেলার মধ্যকার ফাইনাল খেলায় দিঘলিয়া উপজেলা দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। রানার্স আপ দলের অধিনায়কত্ব করেন মোঃ সুমন। কোচ হিসেবে দায়িত্ব পালন করেন কাশেম শেখ এবং আব্দুস সালাম শেখ।
বৃহস্পতিবার সকালে রানার্সআপ দলের খেলোয়াররা আনুষ্ঠানিকভাবে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের হাতে রানার্স আপ ট্রফি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ বিশ্বাস।
উপজেলা নির্বাহী অফিসার এ সময় উপজেলার জন্য এমন সম্মান বয়ে আনায় উপস্থিত খেলোয়াড়, অধিনায়ক, কোচসহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

্রিন্ট

আরও সংবদ