খুলনা | মঙ্গলবার | ০১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২

‘প্রয়োজনে’ ৩০০ আসনে রিকশা প্রতীকে প্রার্থী দেবে খেলাফত মজলিস

খবর প্রতিবেদন |
০২:২৫ এ.এম | ৩০ জুন ২০২৫


আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োজনে ৩০০ আসনেই রিকশা প্রতীক নিয়ে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটি জানিয়েছে, ইসলামি মূল্যবোধ ও জাতীয় স্বার্থ অগ্রাধিকার দিয়ে দলীয়ভাবে নির্বাচনে অংশ নেবেন তারা।
রোববার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপে¬ামা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
মাওলানা মামুনুল হক বলেন, জুলাই-আগস্টের রক্তক্ষয়ী গণআন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ পতিত হয়েছে এবং ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। বিগত ১৫ বছর ধরে যারা রাষ্ট্রীয় নিপীড়নের শিকার, বাংলাদেশ খেলাফত মজলিস তাদের অন্যতম। আমাদের অধিকাংশ কেন্দ্রীয় নেতা দীর্ঘদিন কারাগারে ছিলেন।
তিনি বলেন, বর্তমানে যে রাজনৈতিক সমন্বয় চলছে, সেখানে কেউ কাউকে দমন বা উৎখাত করছে না, তা বজায় রাখা জরুরি। কেউ যদি আবার দমন-পীড়নের রাজনীতি চালু করতে চায়, তাহলে খেলাফত মজলিস জাতীয় ঐক্যের ডাক দেবে এবং সক্রিয় ভূমিকা রাখবে।
নির্বাচন ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে খেলাফত মজলিসের আমির বলেন, বর্তমান ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠের মতামতের প্রকৃত প্রতিফলন ঘটে না। আমরা আংশিক পিআর সিস্টেম নি¤œকক্ষে এবং পূর্ণ পিআর সিস্টেম উচ্চকক্ষে চালুর দাবি জানাচ্ছি। সংসদের দ্বিকক্ষীয় কাঠামোর রূপরেখা এখনো স্পষ্ট নয়, এটা দ্রুত জাতির সামনে উপস্থাপন করতে হবে।
ইসলামী ঐক্যের ধারাবাহিকতা ও স্থানীয় নির্বাচনে ঐকমত্যের আহŸান জানিয়ে মামুনুল হক বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ঐতিহ্যগতভাবে ইসলামী ঐক্যকামী দল। প্রতিষ্ঠার পরেই আমরা বৃহত্তর ইসলামী জোট গঠন করেছি। এখনো সেই নীতিতেই বিশ্বাস করি। স্থানীয় নির্বাচনও জাতীয় রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতেই হওয়া উচিত।
সংবাদ সম্মেলনের আগে সকাল ১০টা থেকে আইডিইবি মিলনায়তনে সম্ভাব্য প্রার্থীদের পরিচিতি ও ওরিয়েন্টেশন হয়। এতে তিন শতাধিক সম্ভাব্য প্রার্থী অংশ নেন, যারা রিকশা প্রতীক নিয়ে নির্বাচন করতে আগ্রহী। দলীয় নেতারা তাদের নির্বাচন, রাজনীতি ও আদর্শ বিষয়ে দিকনির্দেশনা দেন।
 

্রিন্ট

আরও সংবদ