খুলনা | মঙ্গলবার | ০১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২

যশোরে শিশু বলাৎকারের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২১ এ.এম | ০১ জুলাই ২০২৫


যশোরে শিশু বলাৎকারের দায়ে কমল কুমার কর্মকার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। সোমবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) ডক্টর আতোয়ার রহমান এক রায়ে এ আদেশ দিয়েছেন। ট্রাইব্যুনালের পিপি এড. আব্দুল লতিফ লতা বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত কমল কুমার কর্মকার যশোর শহরের ষষ্ঠিতলা বুনোপাড়ার মৃত ফটিক চন্দ্র কর্মকারের ছেলে। 
মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, যশোর শহরের ষষ্ঠিতলা এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করত ওই শিশুর পরিবার। সে শহরের ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়তো। ২০২০ সালের ১০ ডিসেম্বর দুপুর পৌনে ১২টার দিকে ওই শিশু খেলা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দুপুর ১২টার দিকে শিশুটি বাড়ি ফিরে জানায়, কমল তাকে বল দেয়ার কথা বলে বাসায় নিয়ে বলাৎকার করেছে। গুরুতর অসুস্থ শিশুটিকে স্বজনেরা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বিষয়টি জানাজানি হলে কমল কুমার কর্মকারকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে আটক কমল কুমারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোতোয়ালি থানায় মামলা করেন। 
এ মামলার তদন্ত শেষে আটক কমল কুমারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন ২০২১ সালের ১১ ফেব্র“য়ারি আদালতে চার্জশিট জমা দেন। 
দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি কমল কুমার কর্মকারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত কমল কুমার কর্মকার কারাগারে আটক আছে। 
 

্রিন্ট

আরও সংবদ