খুলনা | মঙ্গলবার | ০১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২

পাটকেলঘাটায় এক ব্যক্তির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:২৭ এ.এম | ০১ জুলাই ২০২৫


পাটকেলঘাটায় নিভাস পাল (৪২) নামে এক ব্যক্তি নিজ ঘরের আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত রোববার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে মির্জাপুর গ্রামের মৃত মিহির পালের ছেলে নিভাস পাল গভীর রাতে বাড়ির সবার অজান্তে ঘরের আড়ার সাথে গামছা পেয়েছে আত্মহত্যা করে। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান বলেন, ঋণের দায়ে জর্জরিত হয়ে সে আত্মহত্যার পথ বেছে নেয়। লাশ মর্গে পাঠিয়েছি এ ব্যাপারে পাটকেলঘাটা থানায় একটি ইউডি মামলা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ