খুলনা | মঙ্গলবার | ০১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২

শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ

নিজস্ব প্রতিবেদক |
১২:৩২ এ.এম | ০১ জুলাই ২০২৫


দীর্ঘ ২৫ বছরের কর্মজীবন শেষে স্বজন-সহকর্মীদের কাছ থেকে শ্রদ্ধা ও ভালোবাসায় অশ্র“সিক্ত নয়নে বিদায় নিলেন ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রবিউল ইসলাম পলাশ। কর্মজীবনের শেষ কর্মদিবস গতকাল সোমবার বিকেলে নিজ সহকর্মী ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং সকল পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আয়োজনে এক বিদায়ী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাওলানা আইয়ুব আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী।
বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক মুহাম্মদ রবিউল ইসলাম পলাশের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। পাশাপাশি বক্তারা তাঁর বর্ণাঢ্য কর্মগুণের কথা উপস্থাপনকালে সকলেই অশ্র“সিক্ত হয়ে পড়েন। এ সময় প্রধান শিক্ষকের কার্যালয়ে এক গম্ভীর পরিবেশের সৃষ্টি হয়। এর আগে দুপুরে বিদ্যালয়ের মতিয়ার রহমান মিলনায়তনে কোমলমতি শিক্ষার্থীদের কাছ থেকে তিনি বিদায় নেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক শিক্ষক ও শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়ে।
বিদায়কালে বিদ্যালয় অঙ্গনে বৃক্ষরোপণ এবং প্রয়াত প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমানের নামানুসারে বিদ্যালয় মিলনায়তনের নাম ফলক উন্মোচন করেন সদ্য বিদায়ী প্রধান শিক্ষকসহ আগত সুধীজন। পরিশেষে বিদায়ী প্রধান শিক্ষক মুহাম্মদ রবিউল ইসলাম পলাশকে বিদ্যালয়ের শিক্ষকগণ, মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে অনন্য মাধুর্য্যে তাকে তাঁর নিজ বাসগৃহে পৌঁছে দেয়া হয়।
বিদায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সময়ের খবরের মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি তরুন চক্রবর্তী বিষ্ণু, প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, আব্দুল­াহেল বাকি, মধুমঙ্গল মলি­ক, দীপ্তিস্বর মন্ডল, নকীব উদ্দিন আজাদ, মাহাবুব রহমান, কৃষ্ণপদ রায়, হায়দার আলী, আজিজা সুলতানা, বিউটি পারভীন, অমল কৃষ্ণ দাস, অশোক কুমার মজুমদার, মোঃ জাহাঙ্গীর হোসেন, যশমন্ত ধর, মাদ্রাসা সুপার মাওলানা শফিউদ্দিন নেছারী, মাওলানা জাহাঙ্গীর আলম, সহসুপার সাইফুল­াহ কবির, সমাজসেবক নুরুজ্জামান বাবুল, মোঃ সিরাজুল ইসলাম, এহিয়াউল আলম নান্নু  প্রমুখ। 

্রিন্ট

আরও সংবদ