খুলনা | বুধবার | ০২ জুলাই ২০২৫ | ১৮ আষাঢ় ১৪৩২

সাতক্ষীরায় সর্প দংশনে ঘের মালিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২০ এ.এম | ০২ জুলাই ২০২৫


সাতক্ষীরায় বিষধর সাপের কামড়ে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে। গত ২৮ জুন রাত ১২টার দিকে সাপে কামড়ানোর পর সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৫টার দিকে তিনি মারা যান। নিহত মোঃ আফসার আলী গাইন (৫২) শ্যামনগর উপজেলার আবাদ চন্ডিপুর গ্রামের মৃত রজব আলী গাইনের ছেলে। 
নিহতের ভায়রা মুকুল হোসেন জানান, আফসার আলী গাইন গত ২৪ জুন রাতে আবাদ চন্ডিপুর গ্রামে তার মাছের ঘের পাহারা দিতে যান। রাত ১২টার দিকে ঘেরের বাঁধের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বিষধর সাপ তার পায়ের পাতায় কামড় দেয়। এ সময় দ্রুত বাড়িতে যাওয়ার পর ওই রাতেই তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করা হয়। রোববার সকালে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে নিয়ে তাকে ভর্তি করা হয় সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর পাঁচটার দিকে তিনি মারা যান। 

্রিন্ট

আরও সংবদ