খুলনা | বুধবার | ০২ জুলাই ২০২৫ | ১৮ আষাঢ় ১৪৩২

দিঘলিয়ায় যৌথ বাহিনীর সোর্স সন্দেহে যুবককে কুপিয়ে জখম

দিঘলিয়া প্রতিনিধি |
১২:২১ এ.এম | ০২ জুলাই ২০২৫


দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামে যৌথ বাহিনীর সোর্স সন্দেহে মোঃ সুমন শেখ (১৯) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। ধারালো দা  ও রড দিয়ে তার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করেছে। তার  ডাক চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভর্তি করে। সে উক্ত গ্রামের মোঃ রুহুল শেখের পুত্র।
জানা যায় পূর্ব শত্র“তার জেরে ও যৌথ বাহিনীর সোর্স সন্দেহে সকাল সাড়ে ৯টার দিকে তার উপর হামলা করে  একই গ্রামের সাইদ ফকিরের পুত্র শাকিব ফকির (২২), মোঃ মোতাহের খার পুত্র শাকিল খা (২২), জিন্নাত ফারাজির পুত্র মোঃ রিমন  ফারাজি ও হৃদয় ফারাজি ও আজিজ মোল­¬ার পুত্র মোঃ কুদ্দুস মোল­া। এলাকাবাসী সূত্রে জানা যায় গত ২ এপ্রিল কুদ্দুস মোল­¬া এবং তার স্ত্রী মিনা বেগমকে নিজ বাড়ি থেকে গাঁজাসহ নৌবাহিনী কন্টিনজেন্ট আটক করে। আটকের এ ঘটনায় সুমনকে সন্দেহ করে তার উপর অতর্কিত ভাবে হামলা করে।  
থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিন জানান এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

্রিন্ট

আরও সংবদ