খুলনা | বৃহস্পতিবার | ০৩ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইসরায়েল

খবর প্রতিবেদন |
০১:০৫ পি.এম | ০২ জুলাই ২০২৫


গাজায় ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির শর্তে সম্মত হয়েছে ইসরায়েল। এই অস্থায়ী চুক্তি কার্যকর হলে, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২ জুলাই) ভোরে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প এ তথ্য জানান। তিনি বলেন, ‘ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সময়ের মধ্যে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব যেন যুদ্ধ স্থায়ীভাবে শেষ হয়।

তিনি আরও জানান, কাতার ও মিসর শান্তি আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের কাছ থেকেই আসবে চূড়ান্ত প্রস্তাব। ট্রাম্প বলেন, আমি আশা করি হামাস এই প্রস্তাব মেনে নেবে। কারণ যদি তারা তা না করে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

গত কয়েক মাস ধরেই হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা চলছিল। আলোচনায় মধ্যস্থতা করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ। সেই প্রস্তাবই এবার সামনে এসেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

তবে আলোচনায় দীর্ঘদিন অগ্রগতি হয়নি। কারণ, ইসরায়েল চায় যুদ্ধবিরতির পরও গাজায় সামরিক অভিযান চালানোর সুযোগ থাকুক। কিন্তু হামাস বলছে, স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা ছাড়া তারা কোনো অস্থায়ী চুক্তি মেনে নেবে না।

এদিকে কাতার ও মিসর এখনো চেষ্টা করছে দুই পক্ষের মতপার্থক্য দূর করতে। তারা চায়, মানবিক পরিস্থিতির অবনতি ঠেকাতে দ্রুত চুক্তি হোক।

এর আগে, পরশুদিন এক বিবৃতিতে ট্রাম্প বলেন, তিনি গাজায় যুদ্ধ বন্ধ চান। হোয়াইট হাউসও জানিয়েছে, গাজায় আর রক্তপাত দেখতে চায় না যুক্তরাষ্ট্র। তাই ইসরায়েলকে চাপে রাখা হয়েছে।

আগামী সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। তার আগেই যুদ্ধবিরতি নিয়ে এ আলোচনা সামনে এল। 
সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

্রিন্ট

আরও সংবদ