খুলনা | বৃহস্পতিবার | ০৩ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২

বটিয়াঘাটার মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র টিকাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাহ

বটিয়াঘাটা প্রতিনিধি |
১১:২৭ পি.এম | ০২ জুলাই ২০২৫


বটিয়াঘাটার জলমা ইউনিয়নের চক্রাখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ পুলিশ বাহিনীর (অবঃ) সদস্য গৌর চন্দ্র টিকাদার ইহলোক ত্যাগ করেছেন। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তিনি বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদারের কাকা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুলিশ সদস্য পুত্র, এক কন্যা শিক্ষিকা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। 
বুধবার সকাল ১০ টায় চক্রাখালী দক্ষিণপাড়া মলি­কের মোড় সার্বজনীন দুর্গা মন্দির চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মরদেহে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। বেলা ১১টায় জলমা-কচুবুনিয়া মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান, থানা ওসি (তদন্ত) মোঃ মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে বিনয় কৃষ্ণ সরকার, নিরঞ্জন কুমার রায়, প্রশান্ত গোলদার, বিকাশ কুসুম মন্ডল, বিনয় বিশ্বাস, সুকুমার রায়, মনোরঞ্জন কবিরাজ, মনোরঞ্জন রায় (মনোন), শৈলেন্দ্রনাথ টিকাদার, প্রহ্লাদ টিকাদার, নিরঞ্জন কুমার মন্ডল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজ কুমার রা, এড. অশোক কুমার পাল, সুবীর মলি­ক, বিধান হালদার, মনোজ মলি­ক, সাংবাদিক পরাগ রায়, রিপন রায়, সুদীপ্ত বিশ্বাস শুভ, গৌর পদ মলি­ক, নিতিশ মলি­ক পুলিশ সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
 

্রিন্ট

আরও সংবদ