খুলনা | বৃহস্পতিবার | ০৩ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২

ওজোপাডিকো পিচরেট শ্রমিক কল্যাণ সমিতির জরুরি বর্ধিত সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:১৩ এ.এম | ০৩ জুলাই ২০২৫


নগরীর সোনাডাঙ্গাস্থ নবপল­ী কমিউনিটি সেন্টারে ওজোপাডিকো পিচরেট শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারাণ সম্পাদক মোঃ তৈয়েবুর রহমান রাসেলের সঞ্চালনায় ওজোপাডিকোতে কর্মরত পিচরেট শ্রমিকদের বয়সসীমা শিথিল করে চাকুরী স্থায়ীকরণ, দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগের দাবিতে বুধবার এক জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। 
সভায় বক্তারা বলেন, খুলনা, যশোর, কুস্টিয়া, ফরিদপুর, বরিশাল ও পটুয়াখালী সার্কেলের অধীনে পরিশ্রমে ওজোপাডিকো আজ লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যাদের রাজস্ব আদায়ের কারণে কোম্পানী রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছে সেই সব পিচরেট শ্রমিকদের অনেকেই চাকুরির বয়স শেষ হয়ে গেছে স্থায়ী চাকুরী না করেই। অর্থাৎ মিটার রিডিং নেয়া, বিনা প্রস্তুত করা, এডিট পোস্টিং দেয়া এবং বিনা বিতরণ করে রাজস্ব আদায়ে সহযোগিতা করাসহ মাঠ পর্যায়ে পিচরেট শ্রমিকরা অগ্রণী ভূমিকা রাখলেও তারা কোম্পানিতে কোন স্থায়ী শ্রমিক হিসেবে স্বীকৃতি পাচ্ছে না। এ অবস্থায় পিচরেট শ্রমিকদের বয়সসীমা শিথিল করে স্থায়ীকরণ বা দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগের দাবি জানান নেতৃবৃন্দ।
কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের কয়েকজনের পদ উলে­খ করে বক্তারা বলেন, কোম্পানিকে গ্লাসরুমে আবদ্ধ করে পদস্থ কর্মকর্তরা নিজেদের ভাগ্যোন্নয়নের পরিকল্পনা কারনেও কোম্পানির রাজস্ব আদায়ের মূল ভূমিকায় সে সব পিচরেট শ্রমিকদের নিয়ে কোন ভাবনা নেই।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কর্মচারী সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, সহ-সভাপতি মোঃ মনোয়ারুল ইসলাম লিটু, মোঃ হাসান বিশ্বাস, আইউব হোসেন মিল্টন, মুনসুর আলী দেলোয়ার হোসেন, আবুল হোসেন বিশ্বস, হারুন জমাদ্দার, যুগ্ম সম্পাদক মোঃ কবির হোসেন, মোয়াজ্জেম হোসেন রনি, ডাবলু, কাজী জামাল হোসেন, সুজন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, অজিয়ার রহমান, রিংকু, আল আমিন, ইমদাদ, অনিক, আবুল হোসেন, সুজন চন্দ্র পাঠক, সিদ্দিকুর রহমান, আঃ সবুর প্রমুখ নেতৃবৃন্দ।

্রিন্ট

আরও সংবদ