খুলনা | বৃহস্পতিবার | ০৩ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২

অভয়নগরে গণসংহতির কালো দিবস পালিত

শ্রমিকদের পাওনা পরিশোধ না করা পর্যন্ত সংগ্রাম চলবে

খবর বিজ্ঞপ্তি |
১২:১৩ এ.এম | ০৩ জুলাই ২০২৫


রাষ্ট্রীয় পাটকল বন্ধের বুধবার ছিল ৫ বছর। কালো দিবস উপলক্ষে গণসংহতি আন্দোলন অভয়নগর উপজেলা কমিটির উদ্যোগে বুধবার বিকেল ৫টায় রাজঘাটে অবস্থিত জেজেআই গেটের সামনে সাধারণ শ্রমিকরা কালো পতাকা হাতে নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করে। 
এছাড়া খালিশপুর জুটমিল, দৌলতপুর জুটমিলসহ পাঁচটি পাটকলের শ্রমিকদের ২০১৫ সালের মজুরি কমিশনের এরিয়ারের টাকা, রাষ্ট্রীয় পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু, করোনাকালীন সময়ে সরকার কর্তৃক প্রদত্ত সুবিধাদি প্রদান, ২০২০ সালের নতুন দু’টি উৎসব বোনাসের সকল পাওনা প্রদানের জোর দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শনকালে শ্রমিকরা বলেন, রাষ্ট্রীয় মালিক আমাদের শ্রম শোষণ করেছেন, রক্ত চুষে নিয়েছেন। 
শ্রমিক নেতারা বলেন, আমাদের শ্রমের টাকা, আমাদের ঘাম ঝরা টাকা কোনো ভাবেই আত্মসাৎ হতে দেবো না। সমস্ত ষড়যন্ত্র, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো, আমাদের লড়াই চলবে অবিরাম। খালিশপুর জুটমিলসহ অন্যান্য ৫টি জুটমিলের শ্রমিকদের সমুদয় টাকা পরিশোধ না করা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। বিক্ষোভ প্রদর্শনকালে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন অভয়নগর উপজেলা সদস্য সচিব, সামস সারফিন সামন, সাবেক সিবিএ নেতা মোঃ ওমর আলী, মনিরুল ইসলাম, নাইম, রিপন, রাহি, জিহাদ, আনিস, শাহেদ, জিসান, আবির, আজিম, সরাফাত প্রমুখ।  

্রিন্ট

আরও সংবদ