খুলনা | শুক্রবার | ০৪ জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২

ধর্ম পেরিয়ে ভালোবাসা : প্রেমের টানে সোহাগী এখন আয়েশা

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২১ এ.এম | ০৪ জুলাই ২০২৫


লাইলি-মজনুর প্রেম যেন বাস্তবে রূপ নিয়েছে যশোরের কেশবপুরে। হিন্দু ধর্মের সোহাগী দাস প্রেমের টানে ধর্ম পরিবর্তন করে হয়েছেন আয়েশা খাতুন। প্রেমিক আব্দুর রহিমকে বিয়ে করে শুরু করেছিলেন নতুন জীবন, কিন্তু তা ছিল নানা বাধায় ঘেরা। 
দুই বছর আগে কেশবপুরের সাতবাড়িয়া গ্রামের রহিমের সঙ্গে পরিচয় হয় সোহাগীর। সামাজিক বাধা ও ধর্মীয় বিভাজন উপেক্ষা করে ২৩ জুন তারা পালিয়ে গিয়ে বিয়ে করেন। এরপর ইসলাম ধর্ম গ্রহণ করে আয়েশা নাম নেন সোহাগী। তবে পরদিন তার বাবা থানায় জিডি করে মেয়েকে জোর করে নিয়ে আসেন। এর মধ্যেই আয়েশা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন, তবে হাসপাতালে তার প্রাণ বেঁচে যায়।
পরে রহিম আইনি লড়াই শুরু করেন এবং মানবাধিকার উন্নয়ন উদ্যোগ ফাউন্ডেশনের সহায়তা চান। আদালতের নির্দেশে ও মানবাধিকার সংস্থার চাপের মুখে বৃহস্পতিবার আয়েশাকে ফিরিয়ে দেওয়া হয় স্বামীর কাছে।
যশোর নোটারি পাবলিক কার্যালয়ে আয়েশা ঘোষণা দেন, তিনি স্বেচ্ছায়, ভালোবেসে স্বামী রহিমের সঙ্গে জীবন কাটাতে চান। ওই মুহূর্তে করতালিতে মুখর হয়ে ওঠে চারদিক, অনেকেই আবেগে চোখ মুছেন।
আইনজীবী রুহিন বালুজ বলেন, এই প্রেমের গল্প শুধু ধর্মের সীমা পেরোয়নি, মৃত্যুকেও হার মানিয়েছে।  
 

্রিন্ট

আরও সংবদ