খুলনা | শুক্রবার | ০৪ জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২

রূপসায় পাওনা টাকা ফেরত পেতে ৫ শতাধিক অসহায় মানুষের মানববন্ধন

রূপসা প্রতিনিধি |
১২:২২ এ.এম | ০৪ জুলাই ২০২৫


রূপসা ইটভাটা ব্যবসার আড়ালে প্রায় ৫ শতাধিক অসহায় মানুষের অর্থ আত্মসাৎকারী ফারুক ব্রিকসের মালিক গোলাম সারোয়ার হাওলাদার ও তার ম্যানেজার শহীদ মীরকে অবিলম্বে গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, গোলাম সরোয়ার হাওলাদের প্রতারণার যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে, আমাদের অগ্রিম প্রদানকৃত সকল অর্থ দ্রুত ফেরত নিশ্চিত করতে হবে, ভবিষ্যতে যাতে এ ধরনের প্রতারণা কেউ আর না করতে পারে তার জন্য প্রশাসনিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রূপসার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগী আসলাম শেখ এবং পরিচালনা করেন হাসান রশিদ। ভুক্তভোগীদের পক্ষে উপস্থিত ছিলেন খুলনার এম ফজলুর রশিদ, শেখ পাড়ার মুন্না তালুকদার, নেহালপুর এলাকার পিন্টু গোপাল দে, শিমুল শিকদার, অনিক, শ্রীরামপুরের তাজেনুর, খুলনা সোনাডাঙা এলাকার পাপিয়া আকতার তুলি, মায়া বেগম, দুলু, ইলাইপুর এলাকার কমলা বেগম, বাইনতলা এলাকার মুক্তা বেগম, গোলাপি, ডালিয়া, স্বপ্না আকতার, নেহালপুর এলাকার অমল সাহা, কিসমত খুলনা এলাকার আঃ সালাম, নৈহাটি এলাকার রহিমা বেগম, শ্রীরামপুর এলাকার শাহাজাহান শেখ, নৈহাটির রাসেল শেখ, আব্বাস শেখ, মো: ফারুক শেখ, ফেরদৌস শেখ, বনি আমিন, আসলাম শেখ, কানিজ ফাতেমা, আনোয়ার শেখ, ফারুক মোল¬া, সোনা, ফারুক, বাবু শেখ, সনজয় দত্ত, আব্দুস সামাদ, জিহাদ, ইমরানসহ আরো অনেকে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

্রিন্ট

আরও সংবদ