খুলনা | শুক্রবার | ০৪ জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২

খুবির আইন স্কুলের নতুন ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান

নিজস্ব প্রতিবেদক |
০২:২৩ এ.এম | ০৪ জুলাই ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন (ভারাপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান Subattical Leave-এ গমন করায় তাকে ডিন (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এদিকে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর শেখ মাহমুদুল হাসানকে খুলনা বিশ^বিদ্যালয় আইন-১৯৯০ এর ২৮ ধারা মোতাবেক  পুনরাদেশ না দেয়া পর্যন্ত আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত)-এর দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি বৃহস্পতিবার এ দায়িত্ব গ্রহণ করেন।
এ দায়িত্ব তিনি তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করবেন এবং বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন। প্রফেসর ড. মোঃ নাসিফ আহসানকে ডিন-এর দায়িত্ব হস্তান্তর এবং প্রফেসর শেখ মাহমুদুল হাসানকে উক্ত দায়িত্ব গ্রহণের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
 

্রিন্ট

আরও সংবদ