খুলনা | শুক্রবার | ০৪ জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২

কুয়েট অফিসার্স এসোসিয়েশন, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতির যৌথ সভা

জরুরি ভিত্তিতে কুয়েট বান্ধব একজন ভিসি নিয়োগের আহবান

খানজাহান আলী থানা প্রতিনিধি |
০২:৩০ এ.এম | ০৪ জুলাই ২০২৫


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে জরুরি ভিত্তিতে বিশ^বিদ্যালয় বান্ধব একজন ভিসি নিয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি আহবানে জরুরি যৌথ সভা করেছে কুয়েট অফিসার্স এসোসিয়েশন, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতি।  
বৃহস্পতিবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ^বিদ্যালয়ের তিন সমিতির কার্যনির্বাহী কমিটির জরুরি যৌথ সভা অনুষ্ঠিত হয়। 
সভায় সভাপতিত্ব করেন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ মঈনুল হক। সভা পরিচালনা করেন কর্মকর্তা সমিতি সাধারণ সম্পাদক আহসান হাবিব। সভায় বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতিতে প্রশাসনিক শূন্যতা নিরসন পূর্বক ও বেতন ভাতাদিসহ বিদ্যমান সকল অচলাবস্থা নিরসনে একজন কুয়েট বান্ধব ভিসি নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের গভীর সংকট ও হতাশার মধ্যে থেকে উত্তোরনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। যৌথ সভায় উপস্থিত ছিলেন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ মঈনুল হক, সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক আহসান হাবিব, কর্মচারী সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহরিয়ার খান, সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার এবং অন্যান্য নেতৃবৃন্দ।  
উলে­খ্য যে, ইতিপূর্বে কুয়েটের চলমান সমস্যা নিরসনের লক্ষ্যে একজন ভিসি নিয়োগ দেওয়া হলেও সংকট নিরসন হয়নি। 
 

্রিন্ট

আরও সংবদ