খুলনা | রবিবার | ০৬ জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২

কালিগঞ্জে শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বুড়িগোয়ালিনী ফুটবল একাদশের জয়

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:১১ এ.এম | ০৫ জুলাই ২০২৫


সাতক্ষীরার কালিগঞ্জে আটদলীয় শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর প্রথম পর্বের চতুর্থ খেলা শুক্রবার বিকেল সাড়ে ৪টায় পারুলগাছা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। দুই লক্ষ টাকা প্রাইজমানির এ টুর্নামেন্টের চতুর্থ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ড. মনিরুজ্জামান মনির। খেলায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে।
উপজেলা বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য শেখ নুরুজ্জামান, সোলাইমান কবির, সাবেক চেয়ারম্যান জিএম লিয়াকত আলী, কৃতী ফুটবলার কাজী হুমায়ন কবির ডাবলু, উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দীন সোহেল, শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু। এসময় কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা বিএনপি এবং সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রচুর সংখ্যক ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে খেলাটি পরিচালনা করেন মঞ্জুর এলাহী রুবেল এবং সহকারী হিসেবে ছিলেন সৈয়দ মোমেনুর রহমান, রবিউল ইসলাম ও শিমুল হোসেন।
 

্রিন্ট

আরও সংবদ