খুলনা | শনিবার | ০৫ জুলাই ২০২৫ | ২১ আষাঢ় ১৪৩২

২০ বছর পর শিরোমনি সার গুদাম হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন ১৭ জুলাই

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:১৫ এ.এম | ০৫ জুলাই ২০২৫


খুলনা খানজাহান আলী থানাধীন শ্যামগঞ্জ শিরোমনি শিল্পাঞ্চলের, শিরোমনি সারগুদাম ঘাট ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নে দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন আগামী ১৭ জুলাই। 
ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার বেলা ১১টায় শিরোমনি সার গুদামঘাট ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন খুলনার নিজস্ব কার্যালয় নির্বাচন পরিচালনা কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। 
সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাংবাদিক মোঃ সাইফুল­াহ তারেক লিখিত বক্তব্য বলেন, নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও গণতান্ত্রিক পদ্ধতিতে করার লক্ষো জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিকবৃন্দ, ইউনিয়নের সকল ভোটার ও প্রার্থীসহ সকল স্থরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছে নির্বাচন পরিচালনা কমিটি।  
এদিকে নির্বাচনে ৭টি পদে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে ৪টি পদে ৪ জন বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন বাকি ৩টি পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। 
সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস ও আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেনসহ ইউনিয়নের সদস্যগণ। 

্রিন্ট

আরও সংবদ