খুলনা | শনিবার | ০৫ জুলাই ২০২৫ | ২১ আষাঢ় ১৪৩২

মামলার আসামি ট্রাভেল এজেন্সি মালিক

অস্ট্রেলিয়ায় দুইজনকে পাঠানোর নামে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৩১ এ.এম | ০৫ জুলাই ২০২৫


অস্ট্রেলিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে দুইজনের কাছ থেকে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ‘মেহেজাবিন ট্যুর এ্যান্ড ট্রাভেলস’-এর ব্যবস্থাপনা পরিচালক শাহীনুর রহমানের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা রেকর্ড হয়েছে।
মামলাটি করেন যশোর শহরের খোলাডাঙ্গা এলাকার মনিরুজ্জামান। অভিযোগে তিনি জানান, শাহীনুর রহমান খুলনার কয়রা উপজেলার বাসিন্দা এবং ঢাকার ভাটারা চৌরাস্তায় ‘মেহেজাবিন ট্যুর এ্যান্ড ট্রাভেলস’ নামে একটি এজেন্সি পরিচালনা করেন। 
২০২৩ সালের ৫ মে শাহীনুর দুইজনকে অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা বলে প্রত্যেকের কাছ থেকে ১৭ লাখ টাকা দাবি করেন। পরে মনিরুজ্জামান ১১ লাখ এবং চাঁচড়ার মঞ্জুরুল ইসলাম ৭ লাখ টাকা প্রদান করেন। গত ২৫ নভেম্বর শাহীনুর তাদের ভিসা দিলেও পরে তা যাচাই করে জাল প্রমাণিত হয়। টাকা ফেরত চাইলে শাহীনুর হুমকি দেন এবং টাকা না দেওয়ার ঘোষণা দেন। এ ঘটনায় গত ১৯ জুন বাদী আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে বৃহস্পতিবার রাতেই কোতোয়ালি থানায় মামলাটি এজাহার হিসেবে রেকর্ড হয়।

 

্রিন্ট

আরও সংবদ