খুলনা | শনিবার | ০৫ জুলাই ২০২৫ | ২১ আষাঢ় ১৪৩২

দেবহাটায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩৭ এ.এম | ০৫ জুলাই ২০২৫


সাতক্ষীরায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শিক্ষার্থীর দায়ের করা মামলায় শুক্রবার নিজ বাড়ি থেকে দেবহাটা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। 
গ্রেফতার জুলফিকার মোড়ল ওরফে জিসান (১৮) দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের জাহাঙ্গীর মোড়লের ছেলে।
দেবহাটা থানার এজাহার সূত্রে জানা গেছে, বিবাদী ধর্ষক জুলফিকার মোড়ল জিসানের সাথে বাদিনীর প্রায় আট মাসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যার ফলে বিবাদীর সাথে তার মাঝে মাঝে ব্যক্তিগত ছবি আদান প্রদান হতো। প্রেমের সম্পর্কের জের ধরে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে এবং বিবাদী তাদের মধ্যকার শারীরিক সম্পর্কের ভিডিও চিত্র নিজের ব্যবহৃত মোবাইল ফোনে ধারণ করে। গত ২৫ মার্চ তাকে বিয়ে করার কথা থাকলেও বিবাদী বিয়ে না করে টালবাহানা করে। ইতিমধ্যে বাদিনী অন্তঃসত্ত¡া হয়ে পড়লে বিষয়টি বিবাদীকে জানানোর পরে গত ৭ এপ্রিল বিবাদী তার মোবাইলে ধারণকৃত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ওষুধের মাধ্যমে গর্ভের বাচ্চা নষ্ট করায়। 
পরবর্তীতে বাদিনী কোন উপায় না পেয়ে তার পরিবারকে বিষয়টি জানায় এবং তাদের পরামর্শে ৩ জুলাই দেবহাটা থানায় মামলা দায়ের করে। থানায় মামলা দায়েরের পর পুলিশ আসামি জুলফিকার মোড়ল ওরফে জিসানকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। 
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন বাদিনী ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ও আটক আসামিকে  আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
 

্রিন্ট

আরও সংবদ