খুলনা | রবিবার | ০৬ জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২

কিন্ডার গার্টেন এসোসিয়েশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

শিক্ষকরা হচ্ছেন সভ্যতার ধারক-বাহক : তুহিন

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৭ এ.এম | ০৫ জুলাই ২০২৫


নগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, শিক্ষকরা হচ্ছেন সভ্যতার ধারক-বাহক। শিক্ষক শুধু শিক্ষাদানই করেন না, তারা মানুষ গড়ার কারিগরও। শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, শিক্ষকবৃন্দ হচ্ছেন এই মেরুদণ্ড গড়ার কারিগর। পৃথিবীতে যতগুলো সম্মানজনক পেশা আছে এসব পেশার মধ্যে শিক্ষকতা সর্বোচ্চ সস্মানিত পেশা এ কথা সর্বজন স্বীকৃত।
গতকাল শুক্রবার সকালে খুলনা প্রাইমারী টিচার ট্রেনিং ইনস্টিটিউটে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন আয়োজিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন সভাপতি শ্যামল কুমার রায়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুহিনের পরিচালনায় প্রশিক্ষন কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন এ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারপার্সন ও উপদেষ্টা বেগম রেহানা ঈসা, ইন্সট্রাক্টর, পিটিআই কবরী বিশ্বাস, যুগ্ম-সম্পাদক শাকিল আহমেদ, শিক্ষা সম্পাদক তৌফিক রহমান, মতিয়ার রহমান, সাগর সেন, ইরিনা আকরাম, সাজেদা ইসলাম, শামসুন্নাহার ডেইজি, সারা চৌধুরী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন উপস্থিত শিক্ষকবৃন্দ।
 

্রিন্ট

আরও সংবদ