খুলনা | রবিবার | ০৬ জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২

জেলা স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় মন্টু

আওয়ামী পুনর্বাসন ও ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠিত করতে চায় স্বাধীনতা বিরোধী একটি অপশক্তি

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৯ এ.এম | ০৫ জুলাই ২০২৫


জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু বলেছেন, গেল ১৭ বছর আওয়ামী বৈষম্যের যাঁতাকলে পিষ্ঠ দেশবাসী। কোটা বিরোধী আন্দোলনের সূত্রধরেই বৈষম্যবিরোধী জুলাই-আগস্টের গণঅভ্যূত্থানে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন সম্ভব হয়েছে। এখন যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে, তারা মূলতঃ পেছনের রাস্তা দিয়েই নির্বাচিত হতে চায়। এটা অনেকটাই অটোপাশের মতোই। পিআর পদ্ধতির নির্বাচন মহান মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের চেতনাবিরোধী। এর মাধ্যমে আওয়ামী পুনর্বাসন ও ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠিত করতে চায় স্বাধীনতাবিরোধী একটি অপশক্তি। গণঅভ্যুত্থানের স্বপক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
গতকাল শুক্রবার বিকেল ৪টায় নগরীর দলীয় কার্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদের রুহের মাগফিরাত ও আহতদের পরিপূর্ণ সুস্থতা কামনা এবং ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনুর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্য সচিব  আব্দুল মান্নান মিস্ত্রী।
বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যসিবাদী আওয়ামী লীগের পতন হলেও তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা উস্কানি দিচ্ছে। আওয়ামী ষড়যন্ত্র রুখে দিতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠিত করেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ  জেলা শাখার আহবায়ক আরিফুর রহমান আরিফ, আনিসুর রহমান আনিস, মোস্তাফিজুর রহমান পলাশ, আজিজুল ইসলাম, এনায়েত হোসেন, মহিলা দলের সদস্য সচিব সেতারা সুলতানা, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন আনো, হাবিবুর রহমান বেলাল, আবুল কাশেম, আবু তাহের হিরা, এমডি আনিছুর রহমান, এড. এসকেন্দার মির্জা, মাহবুবুর রহমান নান্টু, মোঃ রুবেল, মোঃ রেজাউল ইসলাম, রয়েল, মোঃ কামাল ব্যাপারী, আব্দুল গফুর শেখ, নয়ন মোড়ল, অমল মন্ডল, মাহিনুর রহমান, মোঃ আবু তাহের মাতব্বর, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ শামিম সরদার, মাসুদ হোসেন, ওয়েহিদুজ্জম্মান খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ব্রজেন ঢালী, আব্দুল কাদের জনি, আসাদুল ইসলাম বিপ্লব, শাহাবুদ্দিন, এসএম আবু সাইদ, মোঃ টুটুল, আলমগীর ফরিদ, হাবিব, হাসান ও নাসির।

্রিন্ট

আরও সংবদ