খুলনা | মঙ্গলবার | ০৮ জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২

বিয়ে না করেই অন্তঃসত্ত্বা দক্ষিণী অভিনেত্রী

খবর বিনোদন |
০২:৩৩ পি.এম | ০৫ জুলাই ২০২৫


মা হওয়ায় জীবনের সার্থকতা খুঁজে পান নারীরা। শ্রেণি নির্বিশেষে সব নারীর এ যেন আজন্ম আকাঙ্ক্ষা। দক্ষিণী অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনা রামান্নাও এর বাইরে নন। সেই স্বাদ মেটাতে বিয়ে না করেই অন্তঃসত্ত্বা হয়েছেন ৪০ পেরুনো এ অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪০-এ এসে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রামান্না। বেছে নিয়েছেন আইভিএফ (ইন-ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বিয়ের কথা আমি কখনও ভেবেই উঠেতে পারিনি। তাই মা হওয়ার ক্ষেত্রেও আমাকে অন্য পথের কথা ভাবতে হয়েছে।"

আরও বলেন, দীর্ঘ দিন ধরে একা নারীদের মাতৃত্বের স্বাদ নিতে বাধা দিয়েছে আইন। কিন্তু সেই আইনে বদল আসার পরেই আমি সিদ্ধান্ত নিই— আমার মা হওয়ার সময় এটাই। সঙ্গে সঙ্গে আইভিএফ ক্লিনিকে যাওয়া শুরু করি। আমি অবিবাহিত একা জানতে পেরে বহু চিকিৎসক প্রথমদিকে আমাকে ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু অবশেষে আমি মা হতে পারছি, অসংখ্য ধন্যবাদ যাঁরা আমার পাশে আছেন।

এরইমধ্যে ছয়মাসের অন্তঃসত্ত্বা রামান্না। তার মা হওয়ার খবর প্রকাশ পেতেই সহকর্মী ও শুভানুধ্যায়ীরা জানাচ্ছেন অভিনন্দন।

্রিন্ট

আরও সংবদ