খুলনা | রবিবার | ০৬ জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২

সিরিজ বাঁচানোর লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক |
০২:৫০ পি.এম | ০৫ জুলাই ২০২৫


শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ বাঁচানোর মিশনে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে এই ম্যাচে খেলা হচ্ছে না পেসার তাসকিন আহমেদের, বিশ্রামে তিনি। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ। একাদশে নেই লিটন দাস। তার পরিবর্তে একাদশে আছেন শামীম হোসেন পাটোয়ারি।

শ্রীলঙ্কার একাদশেও দুটি পরিবর্তন। দুনিথ ওয়েলালাগে এবং দুশমন্থ চামিরা একাদশে জায়গা করে নিয়েছেন। বাদ পড়েছেন মিলান রত্নায়েকে এবং ইশান মালিঙ্গা।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারি, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে ও আসিথা ফার্নান্দো।

্রিন্ট

আরও সংবদ