খুলনা | রবিবার | ০৬ জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২

সড়ক দুর্ঘটনায় নিহত জোটার চুক্তির বাকি টাকাও দেবে লিভারপুল

ক্রীড়া প্রতিবেদক |
০৪:৪৬ পি.এম | ০৫ জুলাই ২০২৫


অকালপ্রয়াত পর্তুগিজ ফরোয়ার্ড ডিয়োগো জোটার পরিবারের পাশে দাঁড়িয়েছে লিভারপুল। ইংলিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, জোটার বাকি দুই বছরের চুক্তির সম্পূর্ণ অর্থ প্রায় ১৪.৫ মিলিয়ন পাউন্ড তার পরিবারকে পরিশোধ করবে ক্লাবটি।

২০২২ সালে লিভারপুলের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করেছিলেন জোটা, যেখানে তার সাপ্তাহিক বেতন ছিল ১ লাখ ৪০ হাজার পাউন্ড। বছরে যা দাঁড়ায় প্রায় ৭.২ মিলিয়ন পাউন্ড। চুক্তি অনুযায়ী বাকি দুই বছরের পুরো টাকাই পরিবারকে দেওয়া হবে, জানাচ্ছে ইংলিশ সংবাদ মাধ্যম।

জোটার পরিবারের প্রতি তাদের দায়বদ্ধতা এখানেই শেষ নয়। সন্তানদের পড়াশোনার অর্থও দেওয়ার কথা ভাবছে লিভারপুল। এমনকি জোটার স্ত্রী রুট কারদোসোকেও সহায়তা দেওয়ার ভাবনা আছে ক্লাবটির।

জোটার অকাল মৃত্যুর পর থেকেই তার পরিবারকে সম্মান ও সমবেদনা জানিয়ে আসছে লিভারপুল। তাদের ব্যক্তিগত শোক পালনে প্রয়োজনীয় গোপনীয়তা নিশ্চিত করেছে ক্লাব। আর এবার এই আর্থিক সহায়তার মাধ্যমে প্রিয় খেলোয়াড়ের পরিবারের পাশে থাকার বার্তা দিল ক্লাবটি।

এটি লিভারপুলের পক্ষ থেকে শুধু দায়িত্ব নয়, প্রমাণও যে জোটার প্রতি তাদের সম্মান ও ভালোবাসা কতটা গভীর। ক্লাব সূত্র জানিয়েছে, ভবিষ্যতেও জোটার স্ত্রী রুট কার্ডোসো ও তাদের তিন ছোট সন্তানের জন্য অতিরিক্ত সহায়তার পদক্ষেপ নেওয়া হতে পারে।

গত ৩ জুলাই স্পেন হয়ে ইংল্যান্ডে যাচ্ছিলেন জোটা। সঙ্গে ছিলেন তার ভাই আন্দ্রে সিলভাও। স্পেনের জামোরা প্রদেশে এই দুর্ঘটনার শিকার হন জোটা। জামোরা প্রাদেশিক কাউন্সিল একটি বার্তায় জানিয়েছে, পালাসিওস দে সানাব্রিয়ার কাছে তাদের গাড়িতে আগুন ধরে যায়। মূলত একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার সূত্রপাত হয়। চাকা ফেটে যায় তার ল্যাম্বোরগিনি গাড়ির। রাস্তার পাশে সঙ্গে সঙ্গেই গাড়িতে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। তবে ততক্ষণে আর কিছুই করার ছিল না তাদের।

দুই ভাইয়ের অকাল মৃত্যুতে ফুটবল বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি থেকে শুরু করে ফুটবল বিশ্বের অনেকেই শোক বার্তা জানিয়েছেন তাদের মৃত্যুতে।

্রিন্ট

আরও সংবদ