খুলনা | রবিবার | ০৬ জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২

নওয়াপাড়ায় ভাড়া বাসা থেকে মিললো যুবকের অর্ধ গলিত ঝুলন্ত লাশ

অভয়নগর (যশোর) প্রতিনিধি |
১২:১৫ এ.এম | ০৬ জুলাই ২০২৫


‎যশোরের অভয়নগরের নওয়াপাড়া মাছবাজার সংলগ্ন একটি টিনের ভাড়াবাড়ি থেকে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎শনিবার বিকেল ৪টার দিকে নওয়াপাড়া বড়বাজার সংলগ্ন ভৈরব নদীর পাড়ে একটি টিনসেডের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জানা গেছে নিহত ইমরান হোসেন (২০) উপজেলার শংকরপাশা শাহিনপাড়া গ্রামের মোঃ বাবু কসাইয়ের ছেলে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘর থেকে প্রথমে পচা গন্ধ বের হচ্ছিল। স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়, পরবর্তীতে স্থানীয় জনসাধারণ ও নিহতের ভাইদের উপস্থিতিতে পুলিশ ঘরের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। মরদেহ তখন আংশিক পচে গলে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল বলে জানান তারা। 
নিহত ইমরানের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। প্রায়ই পরিবারে ঝগড়াঝাটি করতেন সে। মৃত্যুর আগের রাতেই কয়েকজনের সাথে তীব্র বাকবিতান্ড ও শারীরিক সংঘর্ষে জড়ান সে। তবে এ বিষয়ে স্থানীয়দের কারো কারো ধারণা ‎যদি সে গলায় ফাঁস নেয়, তার পা মাটি স্পর্শ করবে কীভাবে? তাদের ধারণা ঘরের উচ্চতা অনুযায়ী ফাঁস নেওয়ার পরিস্থিতি ছিল না।
এমন রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উৎকণ্ঠা, আতঙ্ক তৈরি হয়েছে। একদিকে পরিবারের কান্না, অন্যদিকে স্থানীয়দের কারো কারো, সন্দেহ ইমরান আত্মহত্যা করেননি, বরং তাকে ‘পরিকল্পিতভাবে’ হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
এ বিষয়ে ‎অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আলিম বলেন, একজন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘরের ভেতর থেকে একটি টুল উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।  

্রিন্ট

আরও সংবদ