খুলনা | রবিবার | ০৬ জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২

অগ্নিকান্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে বিএনপি’র কেন্দ্রীয় নেতা বকুল

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৫ এ.এম | ০৬ জুলাই ২০২৫


নগরীর খানজাহান আলী থানাধীন জাব্দীপুর এলাকায় রেললাইন সংলগ্ন একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। পুড়ে যায় ঘরের সব আসবাবপত্র, মূল্যবান সামগ্রীসহ ৬০ হাজার টাকা নগদ অর্থ। সর্বমোট ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হন মোঃ ইব্রাহিম খলিল নামের ইজিবাইক চালক। তার পরিবারে রয়েছেন স্ত্রী সন্তানসহ মোট ছয়জন সদস্য। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
তার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ, নতুন টিন এবং পূর্ণ পুনর্বাসনের আশ্বাস প্রদান করা হয়। শনিবার দুপুরে এ সহায়তা পৌঁছে দেন খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খানজাহান আলী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস ও বোরহান উদ্দিন সেতুসহ স্থানীয় নেতৃবৃন্দ। সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। পাশাপাশি প্রশাসনের কাছে দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

্রিন্ট

আরও সংবদ