খুলনা | রবিবার | ০৬ জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২

ডুমুরিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

নির্বাচিত হলে ডুমুরিয়ায় বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসন হবে আমার প্রধান কাজ : লবি

ডুমুরিয়া প্রতিনিধি |
০১:৪০ এ.এম | ০৬ জুলাই ২০২৫


খুলনা-৫ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, সাবেক সংসদ সদস্য ও বিসিবির সাবেক সভাপতি মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন, আমি নির্বাচিত হলে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে। পাশাপাশি এ অঞ্চলের টেকসই উন্নয়নের মাধ্যমে এবং নতুন নতুন শিল্প কারখানা নির্মাণের মাধ্যমে অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করা হবে। তিনি বলেন, আওয়ামী লীগ ১৬ বছর দেশ শাসন করেছে ঠিক কিন্তু দেশ গড়তে পারেনি। তাদের আমলে একটি প্রকল্পের কাজেও টেকসই উন্নয়ন হয়নি। 
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ডুমুরিয়া উপজেলা শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। 
ডুমুরিয়া-ফুলতলার প্রান্তিক মানুষের জীবন যাত্রার মানোন্নয়ন এবং সাম্যের এক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন এ উপজেলায় আমার বাপ দাদার ভিটে বাড়ি সুতরাং এ উর্বর ডুমুরিয়াকে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে চাই। এজন্য সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষদের সাথে নিয়ে কাজ করতে চাই।
বিএনপি নেতা আবজাল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলি আসগার লবি আরো বলেন, ২০০১ সালে নির্বাচনে খুলনা-২ আসন থেকে তিনি জয়লাভ করেন। আগামী জাতীয় নির্বাচনে কেন্দ্রীয় বিএনপি’র উর্ধ্বতন নেতৃবৃন্দের নির্দেশে তিনি নিজেকে খুলনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা দিয়েছেন। বিএনপি ক্ষমতায় আসলে এবং খুলনা-৫ আসন থেকে জয়লাভ করতে পারলে তার প্রথম কাজ হবে বিলডাকাতিয়াসহ ডুমুরিয়ার উত্তরাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান। পাশাপাশি অবহেলিত ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা হবে টেকসই উন্নয়নে রোল মডেল। 
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল যদি এ আসনে আমাকে ছাড়া অন্য কাউকে মনোনয়ন দেয় সেক্ষেত্রে আমিও তার পক্ষে কাজ করবো ইনশাআল­াহ।
এ সময় বক্তৃতা করেন সাংবাদিক জিএম আব্দুস সালাম, এম এ এরশাদ, আনোয়ার হোসেন আকুঞ্জি, এস এম জাহাঙ্গীর আলম, এম রুহুল আমিন, মাহাবুবুল আলম, গাজী আব্দুল কুদ্দুস, সুব্রত ফৌজদার, আক্তারুজ্জামান লিটন, আরিফুজ্জামান নয়ন ও গাজী মাসুম। 
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহŸায়ক খান আফজাল হোসেন, ড. আলমগীর হোসেন, আলমগীর হোসেন, ধামালিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এফ এম গোলাম সরোয়ার, উপজেলা ছাত্রদলের আহŸায়ক জিএম মনিরুজ্জামান সোহাগ, মেহেদী হাসান তুহিন, সাকিব হাসান, খান আরাফাত প্রমুখ।
উলে­খ্য, মোহাম্মদ আলি আসগার লবি ডুমুরিয়া উপজেলার টোলনা গ্রামের সম্ভ্রান্ত এক পরিবারের সন্তান। তার পিতা মৃত এএইচএম আলী হাফেজ। স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ের জনক।

্রিন্ট

আরও সংবদ

আঞ্চলিক

প্রায় ১৫ ঘণ্টা আগে