খুলনা | মঙ্গলবার | ০৮ জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২

আমরা আশাবাদী, আগামী নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে এগোবে: মির্জা ফখরুল

খবর প্রতিবেদন |
১১:৫৯ এ.এম | ০৭ জুলাই ২০২৫


আগামী নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে এগোবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে অগ্রসর হবে।নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের সঠিক পথে অগ্রযাত্রা সম্ভব। ছাত্র-জনতার আন্দোলন, বিশেষ করে জুলাইয়ের রক্তাক্ত ছাত্র গণঅভ্যুত্থান, যে নতুন পথ দেখিয়েছে তা সবাইকে বাস্তবায়নে কাজ করতে হবে। এসময় তিনি দাবি করেন, দেশে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, হাজারও প্রাণহানী ঘটেছে।  

লন্ডনে তারেক রহমানের সঙ্গে ড. ইউনুসের বৈঠকে নির্বাচনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে দীর্ঘ ১৭ বছর ধরে লড়াই করে আসছে। এর ধারাবাহিকতায় হাজারো ছাত্র-জনতা জীবন দিয়েছে। তাদের প্রতি বিএনপির শ্রদ্ধা ও সহানুভূতি রয়েছে।

আজ সোমবার (৭ জুলাই) সকালে সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি মহাসচিব দুপুরে সিলেট মহানগরের পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে আয়োজিত একটি দোয়া মাহফিলে অংশ নেবেন। যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হবে।

এর আগে, বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকর্মীসহ মির্জা ফখরুল সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর তিনি হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতে যান। জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের আমন্ত্রণে সিলেটে আসেন মির্জা ফখরুল ও দলের কেন্দ্রীয় নেতারা।

দুপুরে তারা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেবেন। পরে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত জুলাই যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা।

্রিন্ট

আরও সংবদ