খুলনা | বুধবার | ৩০ জুলাই ২০২৫ | ১৫ শ্রাবণ ১৪৩২

শার্শায় ড্রেন নির্মাণ কেন্দ্র করে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৪

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৪১ এ.এম | ০৮ জুলাই ২০২৫


যশোরের শার্শা উপজেলার মলি­কপাড়ায় ড্রেন নির্মাণকে কেন্দ্র করে আ’লীগ ও বিএনপি’র যুব সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের চারজন সামান্য আহত হন। 
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলা পরিষদের পানি সরবরাহের জন্য নির্মাণাধীন ড্রেন নিয়ে শার্শা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর বাড়ির সামনে বাকবিতণ্ডা শুরু হয়। ওই ড্রেন নির্মাণকে কেন্দ্র করে বাবলুর ছেলে অর্ণব (২৫) ও তার ভাইপো আসিফ (২৬)-এর সঙ্গে স্থানীয় বিএনপি’র যুবদল নেতা আওরঙ্গজেব (৪৫) ও কর্মী আঃ জলিল (৪২)-এর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।
সংঘর্ষে চারজনই আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন। 
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

্রিন্ট

আরও সংবদ