খুলনা | মঙ্গলবার | ০৮ জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২

পাইকগাছায় পিতৃহারা কন্যা সন্তানের দায়িত্ব কাঁধে নিলেন এনামুল হক

পাইকগাছা প্রতিনিধি |
০২:২৬ এ.এম | ০৮ জুলাই ২০২৫


পাইকগাছার রাড়ুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলামের অকাল মৃত্যুতে তার কন্যা সন্তানের লেখাপড়া থেকে বিয়ে পর্যন্ত সকল দাযিত্ব নিজের কাঁধে তুলে নিয়ে আবারো মানবতার অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সোলাদানা ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক। 
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক সমাজ বিনির্মানে এস এম এনামুল হক বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় তিনি প্রাকৃতিক দুর্যোগে নিজের ইউনিয়ন ছাড়াও উপজেলার দেলুটি, লস্করসহ বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে তার সক্রিয় অংশগ্রহণ সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।
এলাকাবাসী জানিয়েছেন কেউ কোন বিপদে পড়লে তিনি খবর পাওয়া মাত্রই তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে সার্বিকভাবে সকল প্রকারের সহযোগিতা করে যাচ্ছেন। মানবতার ফেরিওয়ালা এস এম এনামুল হক অতীতের ন্যায় আগামীতেও এভাবে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন। 
উলে­খ্য গত শনিবার সকালে রাড়ুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক তরিকুল ইসলাম খুলনা সিটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তার একটি কন্যা সন্তান ও দেড় মাসের একটি পুত্র সন্তান রয়েছে। 

্রিন্ট

আরও সংবদ